1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শেকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম বীর প্রতীক তারামন বিবি: জাতীয় গৌরব, কিন্তু যথার্থ সম্মান কি পেয়েছেন? চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে আটক যুদ্ধের ময়দান ছেড়ে পালানো ইউক্রেনীয় সেনাদের সংখ্যা বাড়ছেই: ফিন্যান্সিয়াল টাইমস ছুটি কাটাতে ইরাকে যাচ্ছেন পশ্চিমা পর্যটকরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যত ধরনের দুর্নীতির সন্ধান পেয়েছে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পরপরই যুগ্ম আহ্বায়ক সহ একাধিক সদস্যের পদত্যাগের ঘোষণা কুড়িগ্রামে চরমোনাই পীরের ইজতেমা ১৯ ডিসেম্বর নভেম্বরে রেমিট্যান্স ১৪ শতাংশ বেড়ে ২.২০ বিলিয়ন ডলার সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন

আসিয়ান-এর সদস্যপদের জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান-এ বাংলাদেশের সদস্যপদ লাভে ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বাংলাদেশি ব্যবসার জন্য আরও সুযোগ সৃষ্টি করতেও দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৩ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

‘আমি আশা করি ইন্দোনেশিয়া আসিয়ানের সদস্যপদ পেতে আমাদের সহায়তা করবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন।

তিনি আরও জানান, মালয়েশিয়া জানুয়ারিতে আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে, তাই সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের সময় তিনি এ বিষয়ে আলোচনা করেছেন।

রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ইন্দোনেশিয়া আসিয়ানে সদস্যপদের জন্য বাংলাদেশের আবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

‘ইন্দোনেশিয়া বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত। আশা করি এটি উভয় দেশের জন্যই লাভজনক হবে,’ তিনি বলেন।

প্রধান উপদেষ্টা ইন্দোনেশিয়ায় ক্ষুদ্রঋণ প্রসারে তার আগের সফরগুলোর কথা স্মরণ করেন এবং বলেন, তার অভিজ্ঞতায় ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসার উপস্থিতি খুবই কম।

‘একটি বিষয় সবসময় আফসোসের কারণ যে, ইন্দোনেশিয়ায় খুব বেশি বাংলাদেশি নেই। তারা পৃথিবীর বিভিন্ন স্থানে আছেন, কিন্তু ইন্দোনেশিয়ায় তেমন নেই,’ প্রধান উপদেষ্টা বলেন।

তিনি আরও বলেন, ‘ইন্দোনেশিয়া বৃহত্তম মুসলিম দেশ, কিন্তু দেশটির মানুষ বাংলাদেশ সম্পর্কে বিশেষভাবে জানেন না। আমাদের মধ্যে এক ধরনের দূরত্ব রয়ে গেছে।’

‘আমাদের দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের উপায় খুঁজে বের করতে হবে,’ তিনি বলেন।

তিনি ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে ভর্তি করা, ইন্দোনেশিয়ায় আরও বাংলাদেশি চিকিৎসক নিয়োগ এবং বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ব্যাপারে উৎসাহিত করেন।

রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি ২০২৪ সালের জুলাই মাসে মাতারবাড়ি এবং অন্যান্য স্থানে সোলার পিভি প্রকল্পে বিনিয়োগ নিয়ে পারটামিনা পাওয়ার ইন্দোনেশিয়া এবং কোল জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতোকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!