1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শেকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম বীর প্রতীক তারামন বিবি: জাতীয় গৌরব, কিন্তু যথার্থ সম্মান কি পেয়েছেন? চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে আটক যুদ্ধের ময়দান ছেড়ে পালানো ইউক্রেনীয় সেনাদের সংখ্যা বাড়ছেই: ফিন্যান্সিয়াল টাইমস ছুটি কাটাতে ইরাকে যাচ্ছেন পশ্চিমা পর্যটকরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যত ধরনের দুর্নীতির সন্ধান পেয়েছে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পরপরই যুগ্ম আহ্বায়ক সহ একাধিক সদস্যের পদত্যাগের ঘোষণা কুড়িগ্রামে চরমোনাই পীরের ইজতেমা ১৯ ডিসেম্বর নভেম্বরে রেমিট্যান্স ১৪ শতাংশ বেড়ে ২.২০ বিলিয়ন ডলার সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন

নবীনদের আগমনে মুখরিত বেরোবির ৭৫ একর ক্যাম্পাস

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫ বার পড়া হয়েছে

 

কামরুল হাসান কাব্য,বেরোবি প্রতিনিধি:

উত্তরের বাতিঘর খ্যাত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে।বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের থেকেও নবীনদের আগমন যেন উজ্জ্বলতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে অরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়টি।
সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের আগমন দেখা যায় নিজ নিজ বিভাগের সামনে।
কেন্দ্রীয় অরিয়েন্টেশন না থাকায়, নিজ নিজ বিভাগে অরিয়েন্টেশনের আয়োজন করেন শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে নিজ বিভাগ হতে অরিয়েন্টেশন পেয়ে খুশি নবীন এই শিক্ষার্থীরা।

নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন শেষে অনুভূতি জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬ তম ব্যাচের নবীন শিক্ষার্থী মো. সাদিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের সূচনা ছিল অসাধারণ। পরিবারকে ছেড়ে নতুন শহরে এসে অন্য রকম এক অনুভূতি কাজ করছিলো। কিন্তু অরিয়েন্টেশনে স্যারদের দেয়া উপদেশগুলো এবং বড় ভাই আপুদের স্নেহ যেন পরিবারের শূন্যতাকে ভুলিয়ে দিলো। সবার ভালোবাসা পেয়ে আমরা নবীনরা আসলেই অনেক আনন্দিত।

এদিকে নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিক জানানোর আহবান জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগ ও আবাসিক হলে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। সেখানে যে কোন অভিযোগ লিখিতভাবে জানাতে পারবে শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!