অনলাইন ডেস্ক:
ঘরের কাজ থেকে শুরু করে অফিসের চাপ— সবকিছুর প্রভাব পড়ে শরীরে। তার ওপর ঘোরাঘুরি, উৎসব বা পার্টি হলে তো কথাই নেই। একটা সময় গিয়ে শরীর যেন আর চলতেই চায় না। পরিশ্রমের ফলে দেখা দেয় গায়ে, হাত-পায়ে ব্যথা। ঘণ্টাখানেকের মধ্যে এই ব্যথা থেকে মুক্তি পেতে চাইলে ভরসা রাখতে পারেন বডি ম্যাসাজ বা মালিশে।
শরীরে তেল মালিশ করলে কেবল যে ব্যথা আর ক্লান্তি থেকে মুক্তি মিলবে তা নয়। ফিরবে ত্বকের জৌলুস, মন হবে ফুরফুরে। তবে তা হতে হবে সঠিক পদ্ধতি মেনে আর বিজ্ঞানসম্মত ভাবে। সারা শরীরে তেল মালিশ করলে কী কী উপকার মিলবে। চলুন জেনে নিই-
কমবে ব্যথা
কাজকর্ম, পরিশ্রমের পর শরীরে তেল মালিশ করলে আরাম মেলে। এর গুণও অনেক। আমেরিকার ‘পেন মেডিসিন জার্নাল’-এ ২০২৪-এ প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, ব্যথা কমাতে সাহায্য করে মাসাজ বা মালিশ। গবেষণায় উঠে এসেছে, অস্টিওআর্থ্রাইটিস, পিঠের ব্যথা কমে সঠিক মালিশে। ফলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। শরীরে তেল মালিশ করলে বিভিন্ন অংশের প্রদাহ কমে।
মন থাকবে ভালো
সারা শরীরে মালিশের ফলে এন্ড্রোফিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। এই হরমোন মন ফুরফুরে রাখতে সাহায্য করে। মালিশের ফলে আরাম পায় শরীরও। আমেরিকা থেকে প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ নিউরোসায়েন্স’-এর ২০০৫-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, মালিশের কারণে হ্রাস পায় কর্টিসলের মাত্রা। এই হরমোনের সঙ্গে উদ্বেগ, দুশ্চিন্তার সংযোগ রয়েছে। অন্যদিকে, এন্ড্রোফিনের মাত্রা বৃদ্ধির কারণে মন ভালো থাকে।
রক্ত সঞ্চালন বৃদ্ধি
সঠিক পদ্ধতিতে তেল মালিশ করলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়। এতে ত্বকের জেল্লাও বাড়ে। পাশাপাশি, শরীর থেকে টক্সিন দূর করতেও কার্যকর এটি। ‘জার্নাল অফ স্পোর্টস মেডিসিন’-এ প্রকাশিত ২০০৫ সালে এই সংক্রান্ত একটি গবেষণা বলছে, রক্ত সঞ্চালন ভালো হলে কোষে বাড়তি অক্সিজেন পৌঁছয়। ফলে বিপাকক্রিয়ার ফলে উৎপন্ন শরীরে জমে থাকা দূষিত পদার্থও বেরিয়ে যায়। শরীর হয়ে ওঠে ঝরঝরে।
রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়
প্রশ্ন থাকতে পারে, মালিশের ফলে কি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়? এমনটাই বলছে ‘জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’। আমেরিকার জার্নালটিতে ২০১২-য় একটি গবেষণা প্রকাশ পায়। এতে বলা হয়েছে, মালিশের ফলে শরীরে লিম্ফোসাইট বা শ্বেতকণিকার সংখ্যা বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা কার্যকরী ভূমিকা রাখে।
ত্বকের জেল্লা বৃদ্ধি
মুখে, চুল কিংবা শরীরে মালিশ করলে ত্বকের জৌলুস বৃদ্ধি পায়। মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে এই কারণেই ফেসিয়াল গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের আমেরিকার ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার থেকে প্রকাশিত, ‘কমপ্লিমেন্টারি থেরাপিজ ইন মেডিসিন’-এর একটি গবেষণাপত্রে এই সংক্রান্ত সমীক্ষা বলছে, মালিশের কারণে ত্বক ও কোষে বাড়তি অক্সিজেন পৌঁছায়। এছাড়া তেলের ব্যবহারে ত্বকেরও আর্দ্রতাও বজায় থাকে। এতে ত্বকের জৌলুস বৃদ্ধি পায়।
তবে তেল মালিশেরও কিছু নিয়মকানুন আছে। এজন্য পেশাদার কারও সাহায্য নেওয়া দরকার। পাশাপাশি, মালিশের সময়ে পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন। ভুল পদ্ধতিতে তেল মালিশ করলে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি থাকে।
সূত্র: ইন্টারনেট
Leave a Reply