মোঃ ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রাম, ২ নভেম্বর ২০২৪:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ এবং সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মাইদুল ইসলাম, মাওলানা মো. মোশারফ হোসেন, ছাত্র আন্দোলনের সভাপতি মো. আশারাফুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. রেজাউল করিম, যুব আন্দোলনের সহ-সভাপতি মো. মমিনুল ইসলাম, এবং ইসলামী আন্দোলন রৌমারী উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি সোলায়মান হোসেন।
বক্তারা ইসলামী আন্দোলনের নীতি ও লক্ষ্য তুলে ধরে সবাইকে সংগঠনের সাথে যুক্ত হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply