স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের আগে ঘরের মাঠে দীর্ঘ ১২ বছর টেস্ট সিরিজে অপরাজিত ছিল ভারত। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই ইতিহাস গড়ে কিউইরা, এক যুগ পর স্বাগতিকদের টেস্ট সিরিজ হারের স্বাদ দিয়ে ভারতের মাটিত প্রথম সিরিজ জিতে নেয় ব্ল্যাকক্যাপসরা। এবার সিরিজের তৃতীয় ম্যাচ জিতে রোহিত শর্মার দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো সফরকারীরা।
ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজে সবশেষ ধবলধোলাই হয়েছিল ২০০০ সালে। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল ভারত। এর দীর্ঘ ২৪ বছর পর আবার ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। প্রথম দল হিসেবে ভারতকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করার ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডকে এমন ঐতিহাসিক জয় এনে দেয়ার পথে দলের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পিনার অ্যাজাজ প্যাটেল। কিউই এই স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তিনি নিয়েছেন ৬ উইকেট। এতে দারুণ এক মাইলফলকও গড়েছেন প্যাটেল। নিউজিল্যান্ডের তৃতীয় স্পিনার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ফাইফার নেয়ার কীর্তি গড়েছেন এই স্পিনার। এর আগে এই কীর্তি ছিল কেবল ড্যানিয়েল ভেট্টোরি এবং মিচেল স্যান্টনারের।
Leave a Reply