1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শেকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম বীর প্রতীক তারামন বিবি: জাতীয় গৌরব, কিন্তু যথার্থ সম্মান কি পেয়েছেন? চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে আটক যুদ্ধের ময়দান ছেড়ে পালানো ইউক্রেনীয় সেনাদের সংখ্যা বাড়ছেই: ফিন্যান্সিয়াল টাইমস ছুটি কাটাতে ইরাকে যাচ্ছেন পশ্চিমা পর্যটকরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যত ধরনের দুর্নীতির সন্ধান পেয়েছে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পরপরই যুগ্ম আহ্বায়ক সহ একাধিক সদস্যের পদত্যাগের ঘোষণা কুড়িগ্রামে চরমোনাই পীরের ইজতেমা ১৯ ডিসেম্বর নভেম্বরে রেমিট্যান্স ১৪ শতাংশ বেড়ে ২.২০ বিলিয়ন ডলার সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন

এক চল্লিশ দফা প্রস্তাবনা নিয়ে জাবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে

রিপন বারী, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাস সংস্কারের জন্য একচল্লিশটি প্রস্তাবনা দিয়েছে।

রবিবার ( ০৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সভাপতি হারুনুর রশিদ রাফি, সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

ক্যাম্পাস সংস্কার প্রস্তাবনা গুলো হচ্ছে, জুলাইয়ে আহত বিপ্লবীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নির্যাতন ও আক্রমণের তদন্ত এবং বিচারের ব্যবস্থা, ১৬ই জুলাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, জাকসু চালু, হল সংসদ ও বিভাগওয়ারী শিক্ষার্থী সংসদ নির্বাচন, ভিসি ফারজানা ইসলামের আমলে সংগঠিত উন্নয়ন প্রকল্পে দুর্নীতিসহ স্বৈরাচার আমলের সকল ভিসির দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, হল দখল, ছাত্র নিপীড়ন ও সন্ত্রাসী কার্যক্রমের বিচার, খুন ও হত্যার বিচারের নিশ্চয়তা, আবাসিক হলের নিয়মতান্ত্রিক আসন বণ্টন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার মাদক ব্যবসা এবং মাদক সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, আবাসিক হলসমূহে সেবা বৃদ্ধি ও উন্নত ডাইনিং ব্যবস্থা, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন ও বটতলার খাদ্যমান উন্নয়ন, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য ক্যাম্পাস”, উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা”, প্রতিটি বিভাগের জন্য পর্যাপ্ত অবকাঠামো বরাদ্দ”, শিক্ষা বৃত্তি, আর্থিক সহায়তা এবং শিক্ষা ঋণ প্রদান”, অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন”, পরীক্ষার সময়সূচি সংস্কার, শিক্ষার্থীদের গবেষণা সহকারী (RA) ও পাঠদান সহকারী (TA) হিসেবে বৈতনিকভাবে কাজ করার সুযোগ তৈরি করা, গবেষণার জন্য বাজেট বরাদ্দ”, পূর্ণাঙ্গ মেডিকেল সুবিধা”, মননশীল সাংস্কৃতিক পরিবেশ বিনির্মাণ”, অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ, অযাচিত ফি বাতিল ও ফি কমানো”, উচ্চমানের শিক্ষক বেতন কাঠামো”, বাণিজ্যিক শিক্ষা কার্যক্রম বন্ধ”, নিয়োগ পদ্ধতি সংস্কার”, প্রশাসনিক আধুনিকীকরণ”, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ”, ভর্তি পরীক্ষা পদ্ধতির সংস্কার, লাইব্রেরি সেবার মান আধুনিকায়ন”, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠসমূহ এবং জিমনেশিয়ামের প্রয়োজনীয় সংস্কার”, ক্যাম্পাস নিরাপত্তা জোরদার”, বিশ্ববিদ্যালয় প্রেস স্থাপন”, বর্জ্য ব্যবস্থাপনা”, ধর্মীয় উপাসনালয়ের ব্যবস্থা”, র‍্যাগিং, বুলিং ও রেসিজম প্রতিরোধ”, আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর নিবর্তনমূলক ধারাসমূহ বাতিল করে নতুন আঙ্গিকে এই অধ্যাদেশ সংস্কার করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!