নুরুজ্জামান আহমেদ, নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যে উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় একটি র্যালি উপজেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিপরিয়ামে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভূষন রায়ের সভাপতিত্বে সহকারী সমবায় কর্মকর্তা সুমন চৌধুরীর সঞ্চালণায় এতে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আলতাফ হোসেন, প্রগতি সমবায় সমিতির সভাপতি হযরত আলী প্রমুখ।
Leave a Reply