এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :
রাজারহাটে পুকুরে কীটনাশক প্রয়োগ করে একশ মন মাছ নিধনের অভিযোগ তুলেন ক্ষতিগ্রস্থ পুকুর মালিক।ঘটনাটি ঘটেছে চায়না বাজার হইতে মুস্তফীগামী রেলক্রসিং সংলগ্ন আলতাব হোসেনের একটি পুকুরে কীটনাশক প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পুকুর মালিক আলতাব হোসেন(৩৬) উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের মৃত অজর উদ্দিন ব্যাপারির ছেলে।
খবর পেয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো:রেজাউল করিম রেজা ও উপজেলা মৎস্য কর্মকর্তা পুকুর পরিদর্শন করেন।কীটনাশক প্রয়োগের ঘটনায় গত শনিবার ২রা নভেম্বর বিকালে রাজারহাট থানায় দুইজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন পুকুর মালিক আলতাব হোসেন।উপজেলা মৎস্য মাঠ সহকারী কর্মকর্তার উপস্থিতিতে পুকুরে জাল টেনে মৃত মাছগুলো অপসারণ করার সময়ে জেলের জালে সান মেরিন ও সেতারা নামের কয়েকটি উচ্চ মাত্রার কীটনাশকের বোতল উঠে আসে।
বিষ(কীটনাশক) প্রয়োগে মারা গেছে কিনা সেটি নিশ্চিত করার জন্য জেলের জালে ওঠে আলামত ও পুকুরের পানি সংগ্রহ করেন এ মৎস্য কর্মকর্তা।
অভিযোগ সুত্রে জানা গেছে,বিবাদী সাদেকুল ইসলাম স্বপন ও শফিউজ্জামান তপন মাছের প্রজেক্ট করার পর থেকে তাদের সঙ্গে মনোমালিন্য চলে আসছে।১নং বিবাদী দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে, বিষয়টি স্থানীয় পর্যায়ে সমাধান না হওয়ায় আমার ক্ষতি সাধনের চেষ্টা করে।১লা নভেম্বর ভোর রাতে আসামিদ্বয় ২/৩জনসহ পুকুরে কীটনাশক প্রয়োগ করে।
অভিযুক্ত সাদেকুল ইসলাম স্বপনের কাছে চাঁদা ও বিষ প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট অভিযোগ।বাদীর বড়ভাই এডিশনাল এসপি হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে কিছু রেললাইনের জায়গা দখল করে মাছের প্রজেক্ট তৈরি করে।রেল কর্তৃপক্ষের তদন্ত এখন প্রক্রিয়াধীন।
১নং ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য লিটন সরকারের কাছে চাঁদা দাবির বিষয়ে স্থানীয় পর্যায়ে সমাধানের জন্য বসা হয়েছে কি? জানতে চাইলে তিনি বলেন এধরণের কোন ঘটনা ঘটেনি,,স্বপন চাঁদাবাজ এলাকার কেউ এ কথা বলতেই পারবেনা।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply