ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী। ২ নভেম্বর রাত আনুমানিক ৩:৪৫ ঘটিকায় কুড়িগ্রাম সেনাবাহিনী ক্যাম্পের একটি বিশেষ টিমের সহযোগিতায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ভূরুঙ্গামারী থানাধীন দক্ষিণ শিংঝার এলাকার মাদক কারবারি মোহাম্মদ জহুরুল ইসলাম (৪০) তার নিজ বসতবাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার হন। অভিযানের সময় তার কাছে থাকা ১২২ বোতল ফেন্সিডিল, ৪০ পিস ইয়াবা এবং ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জহুরুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন এবং তার গ্রেফতারকে স্থানীয় মাদকবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
অভিযান শেষে কুড়িগ্রাম জেলার পুলিশ কর্মকর্তা জানান, মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে তাদের অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
মাদক বিরোধী অভিযানে এই সাফল্যকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে প্রশাসনের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Leave a Reply