আন্তর্জাতিক ডেস্ক:
ইউনেস্কোর একটি রিপোর্ট অনুসারে, ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বব্যাপী ১ হাজার ৭০০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে, যার মধ্যে প্রায় ৮৫% ক্ষেত্রে কোনো বিচার হয়নি। এই উদ্বেগজনক প্রবণতা সাংবাদিকরা যে বিপদের সম্মুখীন হয় তা তুলে ধরে। আজ ২ নভেম্বর সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি শেষ করার আন্তর্জাতিক দিবসে এ বিষয়ে জোর দেওয়া হয়। ইউনেস্কোর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, পূর্ববর্তী রিপোর্টের তুলনায় সাংবাদিক হত্যার পরিমাণ ৩৮% বেড়েছে।
২০২৪ সালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় উল্লেখ করেছেন, গাজা সংঘাতের ফলে কয়েক দশকের মধ্যে সর্বাধিক সংখ্যক সাংবাদিক নিহত হয়েছে। সাংবাদিকদের সুরক্ষা দিতে এবং অপরাধীদের জবাবদিহি করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় চলমান যুদ্ধ গণমাধ্যমের স্বাধীনতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে এবং আন্তর্জাতিক সাংবাদিকদের উপর বিধিনিষেধ পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান তিনি।
২০২৪ সালে মধ্যপ্রাচ্যে শান্তির বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক মিডিয়া সেমিনার চলাকালীন গুতেরেস গাজায় সাংবাদিকদের জন্য ভয়াবহ পরিস্থিতির কথা পুনর্ব্যক্ত করেছেন। এই অঞ্চলে ২০২৩ সালের ৭ অক্টোবর সহিংসতা শুরু হওয়ার পর থেকে ১৩০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে।
সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি মানবাধিকার লঙ্ঘন বলেছে ইউনেস্কো। এই দায়মুক্তির অবসান এবং বিশ্বব্যাপী সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে ইউনেস্কো।
Leave a Reply