রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মাদকদ্রব্য সেবন ও ব্যবসা প্রতিরোধে রৌমারী উপজেলার সায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, জুমার নামাজ শেষে এ প্রচারণায় অংশ নেন স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী। বক্তব্যে তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, “মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই সমাজের প্রতিটি স্তরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
রৌমারী থানার অফিসার ইনচার্জ স্থানীয় জনগণকে মাদক প্রতিরোধে আরও সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে তথ্য প্রদানকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা আমাদের কাজকে আরও ফলপ্রসূ করবে।”
স্থানীয় মসজিদভিত্তিক এই মাদকবিরোধী প্রচারণা এলাকার জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উপস্থিত বক্তারা বলেন, মাদকবিরোধী এই প্রচারণা শুধু সচেতনতা বাড়াতেই নয়, বরং মাদকমুক্ত সমাজ গড়ার জন্য স্থানীয় যুবকদের অনুপ্রাণিত করবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এভাবে মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখলে তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। রৌমারীতে মাদক নিয়ন্ত্রণে এই ধরনের প্রচারণা ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply