আমির ফয়সাল
ভূরুঙ্গামারী প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ ও যাতায়াত ভাতা প্রদান করা হয় । আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য অফিসার নুরুজ্জামান খান, ভূরুঙ্গামারী থানার ওসি জিল্লুর রহমান, বন কর্মকর্তা বাদশা মিয়া, ব্যবসায়ী নেতা মামুন ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply