রিপন বারী, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ছাত্রশিবির নিষিদ্ধের বিভিন্ন কথা প্রচলিত থাকলেও আদতে প্রশাসনিকভাবে ক্যাম্পাসে কখনোই শিবির নিষিদ্ধ ছিলোনা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান।
শুক্রবার (১লা নভেম্বর) এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। তিনি বলেন ৩৫ বছর আগে একটি সংঘর্ষের ঘটনায় ছাত্রদলনেতা কবির হত্যার ঘটনায় অভিযুক্ত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে নিষিদ্ধের জন্য বেশ কিছু সামাজিক সংগঠন দাবি করে, কিন্তু নিষিদ্ধের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার বহির্ভূত হওয়াই বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি, তাই প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির কখনো নিষিদ্ধ ছিলনা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হারুনুর রশীদ রাফি বলেন, আদর্শিক লড়ায়ে পরাজিত হয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে কবির হত্যার দায়ে শিবিরকে অভিযুক্ত করা হয় এবং বিভিন্ন সংগঠনকে মিথ্যা তথ্যের ভিত্তিতে প্ররোচিত করে শিবির নিষিদ্ধের দাবি তোলে শিবির বিরোধী সংগঠনগুলো, মামলায় অভিযুক্ত শিবির নেতাকর্মীরা নির্দোষ প্রমাণিত হয়েছিল, যার দ্বারা অভিযোগের ভিত্তিহীনতা প্রমাণিত হয়, কিন্তু সত্য উন্মোচিত হওয়া সত্ত্বেও আদর্শিকভাবে পরাজিত দলগুলো শিবির নিষিদ্ধের বয়ান জারি রাখে এবং দমন পীড়নের মাধ্যমে ছাত্রশিবিরকে ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ হরণ করে, স্বৈরাচার পতনের মাধ্যমে আমরা দীর্ঘ ৩৫ বছর পর আবারো প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়েছি, আমরা আদর্শিকভাবে লড়াই করে শিক্ষার্থীদের মনে জায়গা করে নেবো ইনশাল্লাহ।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দীর্ঘ ৩৫ বছর পর প্রকাশ্যে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কমিটি।
Leave a Reply