আমিনুল ইসলাম,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইস্কাপ উদ্ধার করেছে পুলিশ। এসময় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকার আবু সামা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতছ অভিযান চালায়। এ সময় এই মাদক ব্যবসায়ীর দক্ষিণ দুয়ারী ঘরের বিছানার নিচ থেকে ব্যাগে ভর্তি ১৫৬ বোতল ফেনসিডিল ও ১০১ বোতল ইস্কাপসহ উদ্ধার করা হয়।এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply