এনামুল হক সরকার,রাজারহাট প্রতিনিধি:
দক্ষ যুবক গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে
শুক্রবার(১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভাসহ সফল উদ্যোক্তা ও শ্রেষ্ঠ সংগঠনের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে।অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম খলীল আনোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মোঃ আশাদুল হক।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মো: রেজাউল করিম রেজা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু প্রমুখ। আলোচনা সভা শেষে ২জন সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ উদ্যেক্তাকে যুব ঋণের ৩ লাখ ৮০ হাজার টাকার চেক ও ৫জন সফল উদ্যোক্তার মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
Leave a Reply