ফরিদুল ইসলাম , বিশেষ প্রতিনিধি:
রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে লজিক, ইউথ প্লাটফর্ম, কুড়িগ্রামের ব্যানারে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শুক্রবার সকালে নয়ারচর নতুন বাজার থেকে শুরু হওয়া এই র্যালিতে যুবকদের বিপুল উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
র্যালিটি নতুন বাজার থেকে যাত্রা শুরু করে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজকদের পক্ষ থেকে যুবসমাজের উন্নয়ন ও তাদের দায়িত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। বক্তাদের মধ্যে একজন বলেন, “যুবরাই আমাদের জাতির চালিকাশক্তি; তাদের হাত ধরেই সমাজে সত্যিকার পরিবর্তন আসবে।” অন্য একজন যোগ করেন, “জাতীয় যুব দিবস উদযাপন কেবল আনন্দের জন্য নয়; বরং এটি যুবকদের নিজেদের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার এক বিশেষ মুহূর্ত।”
এই আয়োজনের মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে উৎসাহিত করা হয়। আয়োজকরা আশাবাদী, এই ধরনের উদ্যোগ যুবকদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
Leave a Reply