আমির ফয়সাল, ভুরুঙ্গামারি প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, ভূরঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মাদক ব্যবসায়ী খায়রুল আলম লাবু (৪১)। বৃহস্পতিবার ৩১ অক্টোবর ভোরে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে চারটায় বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম জেলায় দায়িত্বরত ইউনিট- ২২ বীর এর কুড়িগ্রাম জেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুম বিল্লাহ এর নেতৃত্বে মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রবহনকারী খায়রুল আলম লাবুর বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় লাবুর ঘর এবং খামার হতে ৬০৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ১১ টি মোবাইল ফোন, দেশীয় ধারালো চাকু ও মাদক তৈরির বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও সরঞ্জামাদির মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা। ওইসময় মাদক ব্যবসায়ী খায়রুল আলম লাবুকে গ্রেফতার এবং পরবর্তীতে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,লাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর ২২ বীরের কুড়িগ্রাম জেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুম বিল্লাহ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুর রহমান, ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান এবং ভূরুঙ্গামারী থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply