ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ২য় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ৩০ অক্টোবর ২০২৪ তারিখে এই নিয়োগ পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়।
২য় দিনে নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীদের জন্য বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলোর মধ্যে ছিল ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প, যেখানে প্রার্থীরা তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে অংশগ্রহণ করেন।
নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে পুলিশ সুপার জনাব মোঃ আসলাম উদ্দিন ও সহকারী পুলিশ সুপার জনাব রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী, দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আ.ন.ম. নিয়ামত উল্লাহ, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান এবং নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ।
প্রথম দুই দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামীকালের ৩য় দিনের ইভেন্টে অংশগ্রহণের জন্য শুভকামনা জানানো হয়েছে।
উল্লেখ্য, ৩য় দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নিজ নিজ এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদ বা মূল মার্কশীট এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে বলা হয়েছে।
Leave a Reply