আল মামুন, ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে মলম পাটির হাতে পড়েন অটো রিক্সা চালক মো: একাবর হোসেন ৫৬।পিতা মরহুম নায়েবআলী।
তিনি চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা।
আজ বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচে তাহাকে রেখে যায়। মলম পাটি চক্রের সদস্যরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসারত ডাক্তার মো: মোনাফ বলেন জ্ঞান হারিয়েছে মলম পাটি চক্রে পড়ে এমন টা হয়েছে। তাহাকে ভর্তি করা হয়েছে, সুস্থ হলে বুঝা যাবে কি হয়েছে। একাবরের বাড়িতে যোগাযোগ করা হলে তাহার ছোট আসেন হাসপাতালে। পরিবারের দাবি মলমপাটির চক্রে ধরতে হবে এবং অটোরিকশা উদ্ধার করতে হবে।প্রতিবেদক আল মামুন একাব্বর আলীর সাথে কথা বলার চেষ্টা করলে তিনি বলেন আমি এখনো অটো রিক্সাতে বসে আছি৷
Leave a Reply