জামিউল হাসান, বিশেষ প্রতিনিধি:
রাজিবপুরে নিয়মিত বাজার মনিটরিং ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযানে বাজারে পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় বিভিন্ন দোকানে তদারকি করা হয়।
অভিযান চলাকালে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা ও মূল্য তালিকা প্রদর্শনে অনিয়ম পাওয়া যায়। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযানটি পরিচালনা করেন।
জানা গেছে, “বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ ধরনের নিয়মিত তদারকির ফলে সাধারণ ক্রেতারা বাজারে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।
Leave a Reply