1. editor1@kurigramsongbad.com : editor1 :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : siteaccess :
সাম্প্রতিক :
স্কুল শিক্ষক থেকে হেজবুল্লাহর প্রধান কে এই নাইম কাসেম বাংলাদেশের হিন্দুদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের টুইট কী বার্তা দিচ্ছে? বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা সৌদি আরবে ৪ হাজার বছরের পুরোনো শহরের সন্ধান সাকিবকে ছাড়াই দল ঘোষণা করল বাংলাদেশ সমাবেশ স্থগিত করেছে জাতীয় পার্টি প্রেসক্লাব চিলমারী‘র কমিটি গঠন পূণরায় সভাপতি লিটু, সাধারন সম্পাদক ছাবেদ ও সাংগঠনিক সম্পাদক মিজান কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি অজ্ঞাত পরিচয় গর্ভবর্তী মানসিক ভারসাম্যহীন নারী ভুরুঙ্গামারিতে জাতীয় যুব দিবস পালিত প্রশাসনিকভাবে জাবিতে ছাত্রশিবির কখনোই নিষিদ্ধ ছিলনা : জাবি উপাচার্য

ইকবালের তান্ডবে ফাইনালের জয়, খাসি নিয়ে উল্লাসের মেতে ওঠে গোপালপুর আদর্শ সংঘ

  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

আল মামুন, ভুরুঙ্গামারি প্রতিনিধি: 

ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হলো রাত্রিকালীন ক্রিকেট টুনামেন্টের ফাইনাল ম্যাচ৷ আঙ্গারীয়া সনাতন পাড়া যুব সমাজ কতৃক রাত্রিকালীন ক্রিকেট টুনামেন্টের আয়োজন করা হয়৷ ২৭শে অক্টোবর অনুষ্ঠিত হয় জমজমাট ফাইনাল ম্যাচ। উক্ত ফাইনাল ম্যাচে যে দল দুটি অংশগ্রহণ করে আঙ্গারীয়া সনাতন পাড়া যুব সমাজ বনাম গোপালপুর আদর্শ সংঘ।

টস জিতে আঙ্গারীয়া সনাতন পাড়া যুব সমাজ। তারা ফিল্ডিংয়ের সীদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করে গোপালপুর আদর্শ সংঘ। মিঠুন ইকবাল ও সোহাগের ওপেনিং জুটিতে দলীয় ৫০ রানের মাথায় সাজ ঘরে ফিরেন ওপেনার সোহাগ৷ ঠিক তখনি মাঠের চার পাশ নিরবতায় ভেঙে পড়ে। ব্যাট হাতে মাঠে আসেন মারকুটে ব্যাটস ম্যান স্বপন। তাকে ফিরতে হয় দলীয় ৬০রানের মাথায়। আঙ্গারীয়া সনাতন পাড়া যুব সমাজের সমর্থকরা আনন্দে ভেসে পড়েন৷ ঠিক তখনি ইকবালের ব্যাট হাসতে শুরু করে। মাঠের চার পাশ থেকে চিৎকার ভেসে আসে মিঠুন মিঠুন বলে। ১০ ওভারে দলীয় সংগ্রহ ৯০ রান মিঠুন একাই করেন হাফ সেঞ্চুরি। মিঠুনের ব্যাটে ভেলকি চলতে থাকে তার হটাৎ করে উইকেট পড়ে যায় ইকবালের। দলীয় ১০০রানে ৪ উইকেট হাতে বাকী ২ ওভার রিফাতের চলে দানবীয় ব্যাটিং খেলা শেষে ১১৫ রানের টার্গেট দেয় আঙ্গারীয়া সনাতন পাড়া যুব সমাজকে। তাদের নিজস্ব মাঠে খেলা ওপেনিং সাব্বির ও জাকারিয়া। বিশাল রানের চাপ মাথায়। এক ওভার শেষ রান সংখ্যা জিরো। জাকারিয়া ব্যাট হাসছে না সাজ ঘরে ফিরে গেলেন দলকে বিপদে ফেলে। সাব্বির আর কৃষ্ণণ ব্যাটিংয়ে দলীয় রান ২০। অন্যতম সেরা ব্যাটার সাব্বিরও বোল্ড ১০ কোটায় নিভে গেল আলো। বোলিংয়ে আগুন দিছে অভি ও রিয়াদ। উইকেটরক্ষক মিঠুন ইকবালের কড়া নজর উইকেটের দিকে। ফিল্ডিংয়ে নাজর বান্দা সোহাগ, প্রান্ত, জাকির, লিমন, বল যেন হাতের মুটোয়। ৮ ওভার শেষ ৬ উইকেটের বিনিময়ে ৫৯ রান। বাঁশীর শব্দ, হাত তালি ও গানের তালে নেচে চলছে গোপালপুর আদর্শ সংঘের সমথর্করা। মাঠের বাহির থেকে আওয়াজ আসছে খেলা হবে মাঠে খাসি যাবে আমাদের ঘরে। শেষ ওভারে প্রয়োজন ৪২ রান। বোলিংয়ে ক্যাপ্টেন প্রান্ত নিজেই, ৪ রান দিলো মাত্র ৩৮ রানের বিশাল জয় পেল গোপালপুর আদর্শ সংঘ।
গোপালপুর আদর্শ সংঘের টিমের ম্যানেজার ও দলের অন্য সদ্যসরা মিঠুন ইকবালকে ঘাড়ে নিয়ে মাঠের চারদিক ঘুরে বিনোদন দিচ্ছেন। দর্শকদের হাত তালিতে মিঠুন মিঠুন চিৎকার।
উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি মো: মাহাবুবুর রহমান মাহাবুব (সহকারী শিক্ষক সড়ক পাড়া প্রাথমিক বিদ্যালয়) তিনি বলেন খেলা ধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। আজকে এই ফাইনাল ম্যাচ সম্পর্কে তিনি বলেন খেলাটা দারুণ উপভোগ করছি বিশেষ করে মিঠুনের ব্যাটিং ও রিফাত, অভি রিয়াদের বোলিং খুব ভালো লাগছে। তিনি বলেন খেলায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এতো সুন্দর আয়োজন করার জন্য। কিন্তু তাদের উচিত ছিলো ম্যাচ সেরা বা টুনামেন্ট সেরা প্লেয়ারের পুরস্কারের আয়োজন করলে ভালো হতো।
গোপালপুর আদর্শ সংঘ টিম ম্যানেজার মাহমুদুল হাসান বাবু বলেন, আমাদের টার্গেট ছিলো ফাইনাল জিতবো আমরা জিতছি দলের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে প্রান্ত ও মিঠুন ভাইকে অন্তরের অন্তর থেকে ভালোবাসা জানাই। সহ কারী টিম ম্যানেজার আল মামুন মিন্টু বলেন, সব চেয়ে ভালো লাগছে আমরা জিতছি, ফাইনালের শিরোপা আমাদের ঘরে। মিঠুন ইকবাল ও সোহাগ আমাদের মূল ভরসা ছিলো। তারা তাদের বেস্টটা আমাদের দিয়েছেন। আয়োজক কমিটির উচিত ছিলো ম্যাচ সেরা ও টুনামেন্ট সেরা পুরস্কার তারা যদি না দেয় আমাদের বলতো আমরা দেওয়ার চেষ্টা করতাম। তবুও আমরা আমাদের টিমের বেস্ট খেলোয়াড় কে পুরস্কার দিবো। এটা আলোচনা হয়েছে। দর্শক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমাদের খেলা মানে দর্শক মাঠে পরিপূর্ণ থাকবে৷ তাতে আবার বিগ ম্যাচ বলে কথা দর্শক তো থাকবে।
আয়োজক কমিটির খেলা শেষে মাঠে কেউ ছিলো না তাই তাদের মতামত নিতে পারি নাই।
ফাইনালের পুরস্কার তুলে দেন মো: মাহাবুবুর রহমান, মো: ইমান আলী, মো: সোহেল মিয়া। পুরস্কার হিসাবে ছিলো একটি খাসি। পুরস্কার গ্রহণ করেন টিম ম্যানেজার, সহকারী টিম ম্যানেজার, ক্যাপ্টেন সহ টিমের বেশ কয়েকজন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!