স্পোর্টস ডেস্ক:
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আজ রোববার (২৭ অক্টোবর) সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে পরাজিত করে ফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিত করেন সাবিনা খাতুন-তহুরা আক্তাররা।
ম্যাচটি নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। পুরো ম্যাচে বলতে গেলে ভুটানের মেয়েদের ওপর ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। তহুরা পেয়েছেন হ্যাটট্রিক। অধিনায়ক সাবিনার পা থেকে এসেছে দুই গোল। একটি করে গোল ঋতুপর্তা এবং মাসুরা পারভিনের।
এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
Leave a Reply