এনামুল হক সরকার ,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
ঢাকা মহানগর জেলা ও দায়রা জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মোঃ ইয়াকুব আলী ।
গত১৪ অক্টোবর আইন বিচার ও সংসদীয় বিষয় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মহানগর জেলা ও দায়রা আদালতে জিপি,এজিপি,পিপি, এ পি পি সহ বিভিন্ন পদে রাষ্ট্রীয় মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য আইনজীবী নিয়োগ প্রদান করা হয়। এতে অ্যাডঃ মোঃ ইযাকুব আলী কে স্পেশাল বিশেষ ট্রাইবুন্যাল-৫ আদালতে রাষ্ট্রীয় মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) হিসেবে নিয়োগ দেয়া হয়।
তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নওদাবস গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আব্দুল জলিল,মাতার নাম রাজিয়া বেগম,তারা সর্বমোট সাত ভাই দুই বোন। তিনি ঢাকা কলেজ থেকে মাষ্টাস শেষ করে আইনের উপর ডিগ্রী নিয়ে আইন পেশায় নিয়োজিত হন। ছাত্র জীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক’সদস্য'(আইন)ও ঢাকা কলেজ শাখা ছাত্রদলের’ আইন সম্পাদকের ‘দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের ’সদস্য’ ছিলেন।অ্যাড:মোঃ ইয়াকুব আলী বলেন, আমার উপর রাষ্ট্রীয় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে বদ্ধপরিকর।তিনি এলাকাবাসীর দোয়া কামনা করছি।
Leave a Reply