বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ। ২১টি পদের জন্য নির্বাচনি লড়াইয়ে নামছেন ৪৬ জন। দীর্ঘ ১৬ বছর বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন এবার আর নির্বাচনে নেই। নতুন সভাপতি হওয়ার লড়াইয়ে আছেন তাবিথ আউয়াল এবং এ এফ এম মিজানুর রহমান চৌধুরী।
সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। এ পদে মনোনয়নপত্র কিনে জমা দিলেও পরবর্তীতে তা প্রত্যাহার করেছেন তরফদার মো. রুহুল আমিন। চার মেয়াদে দীর্ঘ ১৬ বছর বাফুফে সভাপতির দায়িত্ব পালন করেছেন কাজী সালাউদ্দিন। এ সময়ে তার কাজ নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে।
সাবেক তারকা এ ফুটবলার এরই মধ্যে বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে আবেগঘন সময় কাটিয়েছেন। বাফুফেতে এবার আসছে নতুন নেতৃত্ব। সভাপতি পদে প্রার্থী হওয়া দুজনই নতুন।
তাবিথ আউয়াল এর আগে সহসভাপতি হিসেবে বাফুফেতে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন কমিটিতে কাজ করে নানা পরিবর্তন নিয়ে এসেছেন। সাবেক ফুটবলার হিসেবেও তার পরিচিতি আছে। অন্যদিকে মিজানুর রহমান একজন কোচ হিসেবে কাজ করেছেন।সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েই আলোচনায় আসেন তিনি। সহসভাপতি পদে এবার কঠিন লড়াই অপেক্ষা করছে। এ পদে নির্বাচন করছেন ছয়জন। এ তালিকায় সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির। সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিকও সহসভাপতি পদে লড়াই করছেন। এ ছাড়া আছেন ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী, মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং সাব্বির আহম্মেদ আরেফ। সদস্য পদেও অনেক তারকা প্রার্থী আছেন। এ পদে ১৫ জন নির্বাচিত হবেন। সদস্য হতে নির্বাচনি লড়াইয়ে নেমেছেন ৩৭ জন। এ তালিকায় অনেক পুরনো সদস্যরাই আছেন। আজ রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। আজই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন মেজবাহ উদ্দীন।
Leave a Reply