এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ শেষে বাড়ী ফেরার পথিমধ্যে উপজেলা জাতীয়বাদী ছাত্রদলের আহবায়ক’ রুবেল পাটোয়ারী সঙ্গে থাকা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম কে যৌথ আক্রমণে মারপিট করার অভিযুক্ত মামলার আসামি সাজ্জাদ হোসেন সানি’কে গ্রেপ্তার করে শুক্রবার কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে রাজারহাট থানা পুলিশ।
সদ্য নিষিদ্ধ ‘সংগঠন’ বাংলাদেশ ছাত্র লীগ রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সানি(২৪)।
পুলিশ ও এজাহার সুত্রে জানা গেছে, গত ৫আগষ্ট সাজ্জাদ হোসেন সানি(২৪)সহ কয়েকজন যুবক রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবকে পথরোধ করে মারপিট করে গুরত্বর আহত করে।আক্রমণে আহত ঘটনার উপজেলা ছাত্রদল সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার(২৪অক্টোবর) রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করে।অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে ওইদিন সন্ধ্যায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে রাজারহাট থানা পুলিশ।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামের আব্দুল আজিজের ছেলে।শুক্রবার(২৫অক্টোবর) সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণ করার সত্যতা নিশ্চিত করেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।
Leave a Reply