আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ফের বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক রাতেই হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় কর্মকর্তাসহ প্রাণ হারিয়েছেন আরও পাঁচ ইসরায়েলি সেনা। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৯ সেনা। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার রাতে এই হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল।
নিহতরা হলেন-রিজার্ভ বাহিনীর মেজর ও ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডার ড্যান ম্যাওরি (৪৩), ক্যাপ্টেন অ্যালোন সাফারি (২৮), ওয়ারেন্ট অফিসার ওমরি লোটান (৪৭), ওয়ারেন্ট অফিসার গুয়ে ইডান (৫১), মাস্টার সার্জেন্ট টম সেগাল (২৮)। এসব সেনা ৮৯তম ব্যাটালিয়নের অষ্টম আর্মড ব্রিগেডের সদস্য।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের একটি গ্রামে সামরিক সরঞ্জামের চালান গ্রহণ করছিলেন সেনারা। তারা যে ভবনে ছিলেন সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালান হিজবুল্লাহর যোদ্ধারা। হামলায় সরঞ্জাম সরবরাহকারী বহরও ক্ষতিগ্রস্ত হয়। আহত ১৯ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ফলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।
টাইমস অব ইসরায়েল বলছে, আজ সকালে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক রিজার্ভ সেনাও গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ২২ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জন লেবাননে ও তিনজন গাজা উপত্যকায় হামাসের হামলায় আহত হন।
হিজবুল্লার মিডিয়া অফিস দাবি করেছে, তারা এ পর্যন্ত ৭০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এছাড়া আগ্রাসন চালাতে এসে পাল্টা হামলায় আহত হয়েছে ছয় শতাধিক সেনা। অন্যদিকে ২৮টি বিশ্বখ্যাত মারাকাভা ট্যাঙ্কসহ বেশ কয়েকটি সাজোয়াযান ও অত্যাধুনিক হারমিস ড্রোন ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ।
গত মাসের শেষ দিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধ তীব্র করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তারা ইসরায়েলি বাহিনীকে লেবানন থেকে লজ্জাজনকভাবে তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছে। একই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ না করলে হামলা থামাবে না বলেও জানিয়েছে। ইসরায়েলি শহরগুলোতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে স্বীকার করেছেন সাবেক ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়োসি বেইলিন।
এদিকে গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন। আল-জাজিরা জানিয়েছে, এ বিষয়ে আলোচনা করতে শিগগির কাতার যাবেন ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।
খবর- আল জাজিরা
Leave a Reply