কুড়িগ্রাম সংবাদ ডেস্ক
বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘ডানা’র কারণে কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে নির্ধারিত ২৫ থেকে ২৭ অক্টোবর ২০২৪ তারিখের পরীক্ষা এখন ২৯ থেকে ৩১ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।
কুড়িগ্রাম জেলার সকল পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের আগে সকাল ৮:০০ ঘটিকার পূর্বে যথাযথ কাগজপত্রসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ প্রশাসন থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যে, নিয়োগ সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে এবং আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে নিয়োগ বাতিল এবং জেল-জরিমানাও অন্তর্ভুক্ত থাকবে।
Leave a Reply