অনলাইন ডেস্ক:
আসছে ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হবে সাধারণ বিসিএস। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি তিন হাজার ৪৬০ জন নিয়োগ পাবেন এই বিসিএস থেকে।
এই বিসিএসের সার্কুলার প্রকাশের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অনুমতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রবেশের পদে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগসমূহের চাহিদা মোতাবেক ৩ হাজার ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পিএসসির তথ্যানুযায়ী, এবারের বিসিএসে শূন্যপদের সংখ্যাটি বিগত ১০টি বিসিএসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৪৬তম বিসিএসে তিন হাজার ১০০টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি, যা বিগত ১০ বিসিএসের মধ্যে সর্বোচ্চ ছিল। সেই রেকর্ডও এবার ছাড়িয়ে গেল।
Leave a Reply