অনলাইন ডেস্ক:
রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি।
আজ বুধবার (২৩ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ফ্যাসিবাদের দোসসরা যেনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে আহবান জানান তিনি। এই মুহূর্তে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হবে, পাশাপাশি গণতন্ত্রে উত্তরণের পথ বিলম্বিত হতে পারে।
এর আগে, দুপুরে রষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র নেতারা।
Leave a Reply