আমিনুল ইসলাম, জোষ্ঠ্য প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ করেছে হাজারো জনতা। বুধবার (২৩ অক্টোবর) জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার মানুষ কুড়িগ্রাম শহরে পৌঁছে বিক্ষোভ মিছিলে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। কুড়িগ্রাম শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গন থেকে বিশাল জন¯্রােত নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাবেক সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল ইসলাম সৈকত প্রমুখ।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। অন্তর্ববর্তী সরকারের উদ্দেশে বক্তারা বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।’
কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দেওয়া বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘তারেক রহমানের নামে সকল হয়রানিমূলক ও মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।’ দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
Leave a Reply