ফরিদুল ইসলাম , বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব এবং কল্যাণকে ত্বরান্বিত করতে ২২ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার) তারিখে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও নাগরিক সেবাকে বেগবান করার লক্ষ্যে এই কার্যক্রম আয়োজন করা হয়, যা স্মার্ট পুলিশিংয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়ার সংকল্প প্রকাশ করে।
সকালে ৮:০০ ঘটিকায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়, যেখানে প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান। প্যারেড শেষে সকাল ৯:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মহোদয় এবং জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি সকল সমস্যার সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় ০৬ জন পুলিশ সদস্যকে তাদের অবসর উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা জানানো হয় এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ ছাড়া, জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব ও প্রশাসনিক দক্ষতায় অসাধারণ অবদানের জন্য ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সেপ্টেম্বর মাসের সার্বিক কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী, এবং শ্রেষ্ঠ থানা হিসেবে কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম।
অন্য পুরস্কৃত সদস্যদের মধ্যে রয়েছেন জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ কামাল হোসেন, উলিপুর থানার এএসআই মোঃ আরিফুল ইসলাম, গোয়েন্দা শাখার কনস্টেবল মোঃ আশরাফুজ্জামান, চিলমারী থানার নারী কনস্টেবল মোছাঃ শাপলা খাতুন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল আলীম, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশীদ এবং রাজিবপুর থানার এসআই মোঃ সহিজল হক।
পরে দুপুর ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা। সভায় পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানী এবং মাদক নির্মূলের বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও কুড়িগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, এবং জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply