ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন উলিপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান রাজু। বিকাশ এজেন্ট ও আবুল খায়ের টোব্যাকো কোম্পানির টাকাসহ তিনি গত রোববার (২০ অক্টোবর) থেকে নিখোঁজ রয়েছেন। রাজুর এই অন্তর্ধান নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্রে জানা গেছে, রাজু দীর্ঘদিন ধরে বিকাশের বিভিন্ন এজেন্টের সঙ্গে লেনদেন করে আসছিলেন। তবে সম্প্রতি, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই লেনদেনে ধীরগতি দেখা দেয়। গত রোববার সকালে আবুল খায়ের টোব্যাকোর উলিপুর অফিস থেকে ২০ লাখ টাকা নিয়ে তিনি আর অফিসে ফেরেননি। রাজুর আত্মীয়তা থাকা সত্ত্বেও ঘটনাটি কিছু সময়ের জন্য গোপন থাকে। তবে বিকাশ ব্যবসায়ীরা তাকে না পেয়ে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে তার লাপাত্তার খবর ছড়িয়ে পড়ে।
আবির টেলিকমের সত্ত্বাধিকারী শাহজাহান জানান, তার ৮ লাখ টাকা দিয়ে অনলাইন করার কথা ছিল, তবে রাজু আর ফিরে আসেননি। শাহজাহান আরও জানান, রাজুর কাছে তার মোট ৬৮ লাখ টাকা রয়েছে। মোস্তফা টেলিকমের সত্ত্বাধিকারী মোস্তফা জামান বলেন, রাজু তার ৪ লাখ টাকাসহ অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে মোট প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছেন।
উল্লেখ্য, আসাদুজ্জামান রাজু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারের ভাতিজা এবং উলিপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল হেলাল মাহমুদ বলেন, এখনো থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
Leave a Reply