আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার তিন শতাধিক পরিবার গত দুই সপ্তাহ ধরে বিদ্যুৎহীন রয়েছে।
সূত্র জানায়, সাবমেরিন ক্যাবল ও বিদ্যুতের খুঁটিগুলি নদীর তীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে, যা কর্তৃপক্ষকে প্রধান গ্রিড থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করেছে।
এ সংকটের পরও পল্লী বিদ্যুৎ অফিস এখনও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ অফিসের অব্যবস্থাপনার অভিযোগ তুলে বলছেন, ভাঙনে সরকারের কয়েক কোটি টাকার সম্পত্তি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, তারা উপ-মহাব্যবস্থাপক এবং স্থানীয় বিদ্যুৎ অফিসের প্রকৌশলীকে ভাঙনের বিষয়ে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
চিলমারী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আলামিন জানান, আনুষ্ঠানিক পরিকল্পনার অভাবের কারণে তারা স্বাধীনভাবে লাইনটি মেরামত করতে পারছেন না।
Leave a Reply