ইকোনমিক ডেস্ক:
দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে ৫ আগস্ট থেকে একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সংস্থাটি আরও বলেছে, বিদেশে পাচার করা অর্থ সনাক্ত করার চেষ্টা চলছে।
মঙ্গলবার বিএফআইইউ সূত্র জানায়, আওয়ামী শাসনের পতনের পর থেকে প্রায় ৩০০ অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
এর বিপরীতে মামলা হয়েছে মোট ৫শ’টি। এই অ্যাকাউন্টগুলিতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রয়েছে।
আইনি প্রক্রিয়ায় অর্থ অপব্যবহার হয়েছে বলে প্রমাণিত হলে জব্দকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা দেওয়া হবে।
তবে মামলায় অভিযোগ প্রমাণিত না হলে হিসাব ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিএফআইইউ।
বিএফআইইউ-এর উপপ্রধান একেএম এহসান বলেছেন, “যদিও এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তহবিলের অবস্থান চিহ্নিত করা হলে, তাদের ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে।”
Leave a Reply