অনলাইন ডেস্ক:
আল জাজিরা লন্ডনে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একটি ভিডিও ধারণ করেছে। যে জায়গায় তাকে পাওয়া গেছে সেখানে ৯ মিলিয়ন (৯০ লাখ) ডলারেরও বেশি মূল্যবান ছয়টি সম্পত্তি রয়েছে তার। তিনি বর্তমানে লন্ডনে ১৪ মিলিয়ন (১ কোটি ৪০ লাখ) ডলারের একটি বাড়িতে বসবাস করছেন, যদিও দেশের আদালতের আদেশ অনুযায়ী তার ও তার স্ত্রীর দেশ ত্যাগ করা নিষেধ।
দুর্নীতি দমন কর্তৃপক্ষের তদন্তের অংশ হিসেবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়, যেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি ব্রিটেনে লাখ লাখ ডলার পাচার করেছেন।
এই ছয়টি সম্পত্তি চৌধুরীর মোট সম্পত্তির একটি ছোট অংশ, যা সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে আরও কয়েকশ’ সম্পত্তির সাথে যুক্ত। দুর্নীতি দমন কমিশন চৌধুরী ও তার স্ত্রীর সম্পদ জব্দ করেছে।
তিনি আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ত্যাগ করেন।
সেপ্টেম্বরের শুরুতে, আল জাজিরা “দ্য মিনিস্টার মিলিয়নস” নামে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। যেখানে উল্লেখ করা হয় সাবেক এই মন্ত্রী একটি বৈশ্বিক সম্পত্তি সাম্রাজ্য গড়ে তুলেছেন, যার মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার।
২০২৩ সালের নতুন তথ্য অনুসারে, তিনি দুবাইয়ে ২৫০টিরও বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক, যার মোট মূল্য ১৪০ মিলিয়নেরও বেশি এবং তার স্ত্রী রুখ্মিলা জামান অতিরিক্ত ৫০টি সম্পত্তির মালিক, যার মূল্য ২৫ মিলিয়নেরও বেশি।
সামগ্রিকভাবে এই দম্পতি বিশ্বজুড়ে ৬০০টির বেশি সম্পত্তির তালিকাভুক্ত মালিক। শুধু সংযুক্ত আরব আমিরাতে থাকা সম্পত্তির মূল্য প্রায় ১৭০ মিলিয়ন ডলার।
তিনি আল-জাজিরার কাছে নিজের সম্পত্তিকে ব্যবসা থেকে প্রাপ্ত বলে উল্লেখ করে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।
Leave a Reply