মাজু ইব্রাহিম, চিলমারী উপজেলা প্রতিনিধিঃ
চিলমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিলমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) ওবায়দুল হক সিদ্দিকী আপেল আজ হঠাৎ অসুস্থ হয়ে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন।
আজ বিকাল ৫.০০ ঘটিকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে চিলমারী উচ্চ বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ে পাঠদান করাতেন। ছাত্র-ছাত্রীদের কাছে তিনি খুবই পছন্দের শিক্ষক ছিলেন।
তার অকাল মৃত্যুতে চিলমারী উচ্চ বিদ্যালয়ের সাবেক /বর্তমান শিক্ষার্থীসহ সচেতন মহলো শোকের মাতম চলছে।
তিনি রমনা মিস্ত্রীপাড়ায়, তিন২ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন, তিনি ২ সন্তানের জনক ছিলেন।
তার জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ১০.০০ ঘটিকায়, চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
Leave a Reply