ফরিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত আশিকুর রহমান আশিকের হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনিসুর রহমান টিপু (৪৯) এবং তার ভাই যুবলীগ কর্মী মোহাম্মদ আরিফুর রহমান জিয়ন (৪৬) গ্রেফতার হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, রোববার দিনগত রাতে পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তারা কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা ব্যাপারি পাড়া এলাকার মৃত আব্দুর রউফ মন্ডলের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, আশিক হত্যাকাণ্ডের ঘটনায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ ১০৪ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ তুলে আরও ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গত ১০ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় এই মামলা দায়ের করেন। নিহত আশিক, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। তিনি উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ওসি নাজমুল আলম জানান, আশিক হত্যা মামলায় আসামি আনিসুর রহমান টিপু এবং তার ভাই আরিফুর রহমান জিয়নকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে মামলার এজাহারভুক্ত আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মো. আব্দুর রহমান (৫৫), মো. কাওসার ইসলাম (২৫), আল আমীন (৩৪), আনিছুর রহমান টিপু (৪৯) এবং আরিফুর রহমান জিয়ন (৪৬) উল্লেখযোগ্য।
আশিক হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রদের ওপর হামলা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলাটি কুড়িগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাদের সম্পৃক্ততা নিয়ে জনমনে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।
Leave a Reply