1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

ফুলবাড়ীতে তিন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের লেখক, সাংবাদিক ও কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুক, নিউজ ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের নাম অন্তর্ভুক্তের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক,সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টায় ফুলবাড়ী -নাগেশ্বরী সড়কের ফুলবাড়ী উপজেলা পরিষদ মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক নুরনবী সরকার, অভিভাবক হাবিবুর রহমান, শিক্ষার্থী আতিকুর রহমান।

এসময় বক্তারা বলেন, আব্দুল খালেক ফারুকসহ অন্যরা নির্ভিক সাংবাদিক। দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের বন্ধু । আব্দুল খালেক ফারুক শিক্ষা, সংস্কৃতি ও পাঠাগার আন্দোলনের একজন অগ্রসৈনিক। তাদের নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য যে,গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার নির্দেশদাতা হিসাবে ৩ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও কুড়িগ্রাম সরকারি কলেজের রহুল আমিন নামের এক শিক্ষার্থী। এ মামলায় ১০৪ জনকে আসামি করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!