স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি চোট কাটিয়ে মাঠে ফেরার পরই পেয়ে গেলেন পর পর দুইটি হ্যাটট্রিক। গতকাল নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে মেসির মায়ামি। আর এরই মধ্য দিয়ে নতুন এক ইতিহাস গড়ে দলটি। জয়ের পাশাপাশি মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের ইতিহাসের সর্বোচ্চ পয়েন্ট নিয়ে আগামী বছরের ফিফা ক্লাব বিশ্বকাপ খেলার সুযোগ পেল দলটি।
৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে নিজেদের নাম স্থায়ী করলো দলটি।
নিউ ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া এই ৩ পয়েন্টে এমএলএসের নিয়মিত মৌসুমে মেসিদের মোট পয়েন্ট হয়েছে ৭৪, যা ২০২১ সালে এই নিউ ইংল্যান্ডের ৭৩ পয়েন্টের রেকর্ডের চেয়ে ১ বেশি।
শুরুর একাদশে মেসিকে রাখেননি মিয়ামির কোচ জেরার্দো মার্তিনো। ৫৮ মিনিটের মাথায় বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টিনার অধিনায়ক। এরপর গোলের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। আজকের হ্যাটট্রিক নিয়ে এমএলএসের এ মৌসুমে ১৯ ম্যাচে তার গোলসংখ্যা এখন ২০টি। সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজও জোড়া গোল করে সংখ্যাটা নিয়ে গেছেন ২০-এ। সুয়ারেজ মেসির সমান গোল করেছেন ২৭ ম্যাচ খেলে।
মায়ামির ক্লাব বিশ্বকাপ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের এই ক্লাব বিশ্বকাপটি শুরু হবে ১৫ জুন এবং শেষ হবে ১৩ জুলাই।
উল্লেখ্য, নতুন সংস্করণের এই ক্লাব বিশ্বকাপে গতবারের ৭টি দলের পরিবর্তে খেলবে ৩২টি দল।
Leave a Reply