বখতিয়ার নাসিফ আহমেদ ,বেরোবি প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুর এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন তিনি।
রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনে ইংরেজি বিভাগের ফলাফল প্রকাশিত হয়।
শহীদ আবু সাঈদের ফলাফল সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলীর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, “ তার ব্যাচের ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে শহীদ আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছে। এটি আমাদের ভালো লাগার বিষয়। ‘আমাদের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই। তার অনুপস্থিতিতে আমরা শোকাহত।”
উল্লেখ্য, ফলাফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ হোসেন, রেজিস্ট্রারের দায়িত্বেপ্রাপ্ত প্রফেসর ড. মো. তাজুল ইসলাম ও অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন।
আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, ‘আমার ভাই প্রতিবছর ভালো রেজাল্ট করে। আজ আমার ভাই নাই। এই রেজাল্ট দিয়ে কী করবো?’
আবু সাঈদের বন্ধুরা জানান, “আবু সাইদ শিক্ষার্থী হিসেবে মেধাবী ও মনযোগী ছিলো। আবু সাঈদ রেজাল্ট দেখলে কত খুশি হতো। ”
Leave a Reply