স্পোর্টস ডেস্ক:
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের ফাইনালে ঘরের মাঠে অজিদের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার। একবারই ফাইনাল খেলেছে তারা। অপরদিকে প্রথম দুই বিশ্বকাপের ফাইনাল খেলেও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল কিউইদের। এবারের ফাইনালে মুখোমুখি কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারা দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। রোববার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ছয় বার শিরোপা জেতা দল অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
Leave a Reply