1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রৌমারীতে সোনাভরি নদী দখল করে ভবন নির্মাণ, বর্ষায় হুমকিতে পানিপ্রবাহ কুড়িগ্রামে ভিজিএফ চাল বিতরণে ভয়াবহ অনিয়ম: তালিকায় এক হাজার ৮০০ সচ্ছল ব্যক্তির নাম রৌমারীতে কন্যাসন্তান হওয়ায় ‘মিষ্টির’ কার্টনে মাটি-ইটের গুঁড়া দিলেন জামাই হরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনা : ইসরায়েল-ইরান সংঘাতে এই সমুদ্রপথ কেন গুরুত্বপূর্ণ? ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের কতটা কাছাকাছি? ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ১০, আহত ২০০; হামলা করেছে হুথিরাও বিএসএফের ‘পুশ ইন’ ঠেকাতে কুড়িগ্রাম সীমান্তে রাতভর পাহারা এলাকাবাসীর চিলমারীতে ২৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তির অক্ষত লাশ উদ্ধার ‘চোকার’ তকমা ঘুচিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, লর্ডসে প্রথম আইসিসি শিরোপা জয় কাল থেকে সারাদেশে ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রায় দীর্ঘ ৫ বছর পর আবার চালু হচ্ছে রমনা লোকাল ট্রেন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

মাজেদুল ইসলাম,চিলমারী প্রতিনিধিঃ

করোনাকালীন সময়ে লোকোমেটিভ কম থাকার অযুহাতে বন্ধ হয়ে যাওয়া রমনা লোকাল ট্রেনটি আবার চালু হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১শে অক্টোবর নতুনভাবে নতুন সময়ে পার্বতীপুর জংশন থেকে রমনার উদ্দেশ্যে ছেড়ে আসবে ট্রেনটি। এতে আনন্দের জোয়ার বইছে এই রুটে চলাচলকারী সকল ব্যক্তিবর্গের। খোঁজ নিয়ে জানা গেছে লোকো এবং জনবল সংকট দেখিয়ে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এতে নানা ভোগান্তিতে পড়ে পিছিয়ে জনপদের মানুষগুলো।

এই রুটে নিয়মিত চলাচলকারী মজিদ আলী জানায়, ট্রেনটি আবার আসায় তারা মহাখুশি।
কারণ এই রুটে প্রচুর যাত্রী প্রতিদিন রংপুরে যাতায়াত করেন এবং কাজ শেষে ঘরে ফেরেন। রমনা স্টেশন এলাকার আব্দুর রহিম বলেন, “দীর্ঘ সাড়ে ৪ বছর পর এই স্টেশনে আবার লোকাল ট্রেনের হুইসেল বাজবে জেনে আমরা অত্যন্ত খুশি। রেলপথে যাতায়াতসহ পণ্য আনা নেয়ার সুবিধা থেকে দীর্ঘ সময় আমরা বঞ্চিত ছিলাম।”

তবে কেউ কেউ সময়সূচি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এই সময়সূচি নিয়ে ট্রেনটি চলাচল করলে অচিরেই যাত্রী হারাবে। কারণ এই ট্রেনে চড়ে সকালে গিয়ে কেউ স্কুল, কলেজ কিংবা অফিস আদালত ধরতে পারবে না। তাই তাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে নানা ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষজন। বিশেষ করে রৌমারী,রাজিবপুরের মানুষজন এই ট্রেনের সুবিধা ভোগ করতে পারবে না। অনেকেই উক্ত সময়সূচী পরিবর্তনের আহ্বান জানান।
এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, “রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। ট্রেনটি চালুর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাড়া পাওয়া গেছে। তিনি আরো জনান, আমাদের সব ধরণের পূর্ব প্রস্তুতি নেয়া হয়েছে, সিদ্ধান্ত মোতাবেক আগামী ২১ অক্টোবর থেকে পার্বতীপুর-রমনা রেলপথে রমনা লোকাল ট্রেন চলাচল চালু হবে।” শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন, “আগে রমনা রেলপথে ৪টি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ৩টি ট্রেনও চালু করা হবে।” উল্লেখ্য সকাল ০৭.০০ টায় পার্বতীপুর থেকে রমনার উদ্দেশ্যে ছেড়ে আসবে ট্রেনটি। রমনা বাজারে এসে পৌঁছাবে সকাল ১১:৪০ টায়।
আবার রমনা বাজার থেকে দুপুর১২:০০টায় ছেড়ে রংপুর পৌঁছাবে ১৫:১৫ টায়। পরবর্তীতে রংপুর থেকে বিকেল ১৫:৪০টায় কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে এসে ১৭:০০টায় পৌঁছাবে। আবার কুড়িগ্রাম থেকে বিকেল ১৭:২০টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত ২০:৩০টায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!