ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই দাবি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজা উপত্যকায় একটি অভিযানে হামাস নেতা সিনওয়ার নিহত হয়েছে বলে ধারণার কথা জানায় ইসরায়েলি বাহিনী। এরপর ডিএনএ পরীক্ষা করে এই তথ্য নিশ্চিত করল তারা। তবে এই প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত এই ব্যাপারে হামাসের মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তিন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তারা। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যাচ্ছিল না। তাদের মধ্যে ইয়াহিয়া সিনওয়ার আছেন কিনা তা খতিয়ে দেখার কথা জানায় তারা। সিনওয়ার দীর্ঘদিন ইসরায়েলের কারাগারে বন্দী থাকায় তার ডিএনএ নমুনা ছিল তাদের হাতে।
এর আগে ইয়াহিয়া সিনওয়ারের বিষয়ে গুজব রটেছিল যে, তিনি জিম্মিদের মধ্যে লুকিয়ে ছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিলেন। ঘটনাটি নিয়ে অনলাইনে গুজব ছড়ানোর পর আইডিএফ এই বিবৃতি প্রদান করল।
Leave a Reply