এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে চাকিরপশার বিল সুরক্ষা কমিটির সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগে তিনজনকে প্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।
আজ মঙ্গলবার উপজেলা সদরের আঙ্গাধায়া ব্রীজের সনিকটে চাকিরপশার বিল সুরক্ষা কমিটির প্রবীণ সদস্য নজীর হোসেনকে লাঞ্ছিত করে দখলদার ইলিয়াস আলী মন্ডল (৬৫),একরামুল হক (৩৮) ও সুমি বেগম (২৫)।
এ ঘটনায় মঙ্গলবার বিকালে নজীর হোসেন রাজারহাট থানায় একটি অভিযোগ দাখিল করন। এর আগে সোমবার কুড়িগ্রামের এডিসি উত্তম কুমারর উপস্থিতিতে চাকিরপশার বিল সুরক্ষা কমিটির সদস্য মোস্তফা জামান এবং লিপি বেগমকে লাঞ্ছিত করার অভিযোগে আশিকুর রহমান টুটুল (৫৫) নামর এক ব্যক্তির বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দাখিল করেন। বুধবার দুপুরে দুটি ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে পুলিশ ১৫১ ধারায় গ্রেপ্তার করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চত করে বলেন,উক্ত তিন ব্যক্তিক ১৫১ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply