অনলাইন ডেস্ক:
কবর থেকে তোলা হয়েছে বিএনপি নেতা হারিছ চৌধুরীর দেহাবশেষ। তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের সাপেক্ষে উচ্চ আদালত এ নির্দেশ দেন।
আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে তার পরিবারের সদস্য ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে দেহাবশেষ তোলার কাজ সম্পন্ন করা হয়।
এ বিষয়ে পরিবার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর বাদ আসর খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা আবুল হারিছ চৌধুরীকে ‘অধ্যাপক মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।
তার পরিবার অভিযোগ করে, এর পর থেকে তৎকালীন সরকার নানাভাবে তাঁর মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করে। ধোঁয়াশা তৈরি করা হয় এটি হারিছ চৌধুরীর লাশ কি না তা নিয়েও। সেই ধোঁয়াশা কাটাতেই আদালতের শরণাপন্ন হয়েছেন তারই মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন।
ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের গোয়েন্দা বিভাগ বিভিন্ন নাটক রচনার মাধ্যমে তার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ্য করে তিনি জানান, ‘আমার বাবার মৃত্যু নিয়ে সন্দেহ থাকবে সন্তান হিসেবে এটা খুবই মর্মান্তিক, কষ্টদায়ক। এখনো মানুষ জিজ্ঞেস করে সত্যিই কি মারা গেছেন তিনি? আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই এটা শেষ করতে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত নিরাশ করেননি।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর জানান, ‘আদালতের নির্দেশে সব কার্যক্রম চালানো হচ্ছে। লাশটি তুলে ডিএনএ টেস্টে হারিছ চৌধুরীর প্রমাণিত হলে পরিবারের ইচ্ছায় কবর স্থানান্তর করা হবে। যেহেতু তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাই তাকে রাষ্ট্রীয় সম্মানও জানানো হবে আদালতের নির্দেশ মোতাবেক।’
Leave a Reply