আমির ফয়সাল হ্যাভেন, ভুরুঙ্গামারি প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় ভূরুঙ্গামারী বাজারে জুয়া খেলার সময় ভূরুঙ্গামারী থানাীন কামাত আঙ্গারিয়া গ্রামের মিলন (৩৪) ও সোহাগ (৩২), নলেয়া এলাকার রফিকুল (২৮), মিলন (৪৪), ফজলু, খবিরুল (৪৫), মতিয়ার (৪৫), খোকন (৩৫) আলমগীর ও শফিকুল (৪০), গোপালপুর এলাকার তাজুল (৫২), আনোয়ার (৪০), আলী হোসেন (৪০), জাহিদুল (৪২) ও খবিরউদ্দিন (৩৯), দেওয়ানের খামার এলাকার আরিফুল (৩৮), পাইকেরছড়া এলাকার এনামুল (৩৫) এবং বাগগান্ডার এলাকার হোসেন আলী (৪৫) মোট ১৮ জনকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সকলের সহযোগিতা চেয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ ।
Leave a Reply