মাজেদুল ইসলাম (মাজু ইব্রাহিম), চিলমারী উপজেলা প্রতিনিধিঃ
“যুবক ধরবে কর্মে হাল, দেশ উন্নয়ন সর্বকাল, যুবকদের অঙ্গীকার, বেকারত্বের সমাধান’’
—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম কুড়িগ্রাম জেলার ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোঃ সাব্বির তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল হক রনির যৌথ স্বাক্ষরে গত ১৫ অক্টোবর রাত ১১:৩০ মিনিটে এ কমিটি অনুমোদন লাভ করে।
নবগঠিত কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইকরামুল হক এবং সাধারণ সম্পাদকের পদে মনোনীত হয়েছেন আরিফা জান্নাত। তাঁরা উভয়ে কুড়িগ্রাম জেলার যুবসমাজকে কর্মসংস্থানের অগ্রভাগে নিয়ে আসার প্রত্যয়ে তাঁদের মেধা ও নেতৃত্ব প্রদর্শনের অঙ্গীকার করেছেন।
ইকরামুল হক বলেন, “যুব সমাজের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে কুড়িগ্রামে বেকারত্বের অন্ধকার দূর হবে। আমরা যুব উন্নয়ন ফোরামের নতুন কমিটির সকলকে সঙ্গে নিয়ে সমাজের প্রতিটি স্তরে তরুণদের সক্রিয় ও কর্মমুখী করতে কাজ করে যাব।”
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আরিফা জান্নাত জানান, “আমাদের লক্ষ্য কেবল কমিটি গঠনেই সীমাবদ্ধ নয়, বরং যুবকদের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা। আমরা আমাদের তরুণদের নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন মাজেদুল ইসলাম (মাজু ইব্রাহীম) ও মোঃ শাহাদত হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কল্যাণ চন্দ্র বর্মন ও বিদ্যুৎ খান। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ রবিউল ইসলাম ও মোঃ খুরশিদ আলম মনোনীত হয়েছেন। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মোঃ ইমাম হাসান বাবু এবং আইন বিষয়ক সম্পাদক হয়েছেন রাশিদুল ইসলাম জীবন। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ স্বপন মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ দূর্জয় হাসান, এবং শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলি আক্তার।
এছাড়াও দপ্তর সম্পাদক আলমগীর হোসেন আপেল, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান এবং কৃষি বিষয়ক সম্পাদক বিদ্যুৎ রয়েছেন। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাশিদুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নাহিদ হাসান, আবু রায়হান, আইরিন আক্তার, মোঃ মাহমুদুল হাসান মাহিদ, নিবিড় ভূইয়া, জাহিদ আকন্দ, মোঃ সোহেল রানা, মোখলেছুর রহমান, রাব্বি সরকার, আব্দুল আরিফ ও শাকিল।
এ কমিটির লক্ষ্য কেবল সংগঠন পরিচালনা নয়, বরং একটি বেকারমুক্ত, কর্মক্ষম সমাজ গঠন। সহ-সভাপতি মাজেদুল ইসলাম (মাজু ইব্রাহীম) বলেন, “আমাদের নতুন কমিটি কুড়িগ্রামের যুবকদের কর্মসংস্থানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আমরা সবাই মিলে কাজ করব, যাতে একটি বেকারত্বমুক্ত কুড়িগ্রাম প্রতিষ্ঠা করা যায়।”
যুব উন্নয়ন ফোরামের নবগঠিত এই কমিটি কুড়িগ্রাম জেলার যুবসমাজকে নতুনভাবে সংগঠিত করে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করে যাবে।
Leave a Reply