যশোরের বেনাপোল দিয়ে দেশে দুই দিনে ভারত থেকে ৫৯৩ টন কাঁচা মরিচের চালান এসেছে। আজ মোঙ্গলবার প্রায় ১০ টন ৯৫৬ কেজি ও গতকাল সোমবার ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ থাকার পঅর সোমবার থেকে কাঁচা মরিচের চালান আসতে শুরু করে দেশে। সোমবার বন্দর সচল হওয়ায় একদিনেই ভারত থেকে ৫০ ট্রাকে আসা ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ ইতিমধ্যে খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা।
বেনাপোল কাস্টমস সূত্র বলছে, দেশের ২৮ জন আমদানিকারক প্রায় তিন কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে সোমবারে আসা কাঁচা মরিচ আমদানি করেন। সে হিসেবে প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। প্রতি টনে ৩৬ টাকা শুল্ক দিতে হয়েছে। সে হিসেবে কেজিতে শুল্কসহ খরচ হয়েছে ৯৬ টাকা।
Leave a Reply