বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্দেশ্যেপ্রনোদিত ভাবে ব্যক্তিগত আক্রমন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কমলেশ চন্দ্র রায়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় একটি সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি।
অধ্যাপক কমলেশ চন্দ্র রায় বলেন, “ বিশ্ববিদ্যালয় দিবসের একটি সুন্দর আলোচনা চলাকালীন প্রশ্ন উপস্থাপন করে কাউকে ব্যক্তিগত আক্রমন করা উদ্দেশ্যপ্রণোদিত বলে আমি মনে করি। এর মাধ্যমে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয়েছে। উদ্ভুত পরিস্থিতি আমার শিক্ষকতা জীবনে অত্যন্ত অপমানজনক একটি ঘটনা।”
তিনি আরও বলেন “ বিগত সময়ে বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে আমার সংশ্লিষ্টতা থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সময় উক্ত সংগঠনের সঙ্গে সকল কার্যক্রম হতে নিজেকে প্রত্যাহার করি। পাশাপাশি আমার বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারীকে যেকোনো রাজনৈতিক বিষয়ে সম্পৃক্ততার বিষয়ে সতর্ক করেছি। আমার শিক্ষকতা জীবনের দীর্ঘ ২৩ বছরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা ছিলো না।”
বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয় প্রশ্ন করা হলে তিনি জানান, “বঙ্গবন্ধু পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন বলে আমি জানতাম। আমার সহকর্মী গণিত বিভাগের শিক্ষক ও আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি মশিউর রহমানের জোরাজুরিতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হয়েছিলাম।”
প্রসঙ্গত, বিগত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৬ বছর পূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। একই মঞ্চে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন শফিক আশরাফক ও বিজ্ঞান অনুষদের ডিন কমলেশ চন্দ্র রায়কে সম্মাননা প্রদান করায় আপত্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আপত্তির মুখে নিজের সম্মাননা স্মারক প্রত্যাখ্যান করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
Leave a Reply