রাজারহাটে সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য,সনদ জালিয়াতি,জমি জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিগ্রস্থ প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামানের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করে আন্দোলনকারীরা।
১৫ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ঘটিকায় উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চায়না বাজারে অভিভাবক ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধন ও স্মারক লিপি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তব্য রাখেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বিল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,অফিস সহকারী পদে চাকরি দেবার কথা বলে বিসামিত্র নামের এক ব্যক্তির নিকট জমি লিখে নেওয়া সহ এক যুগেরও বেশি সময় বিদ্যালয়ে কাজ করিয়ে নেয় প্রধান শিক্ষক। একই অভিযোগ রয়েছে পরিচ্ছন্ন কর্মী পদে রাজু লাল নামের এক ব্যক্তির। তার দাবি প্রায় পনের বছর তাকে দিয়ে বিদ্যালয় সহ ব্যক্তিগত বাসাবাড়ির কাজও করিয়ে নেয় প্রধান শিক্ষক আসাদুজ্জামান।তাকে চাকুরী না দিয়ে ওই পদে মোটা উৎকোচন গ্রহণ করে অন্য একজন কে নিয়োগ দেন।মানববন্ধনে বক্তারা আরও বলেন – সেলিনা আক্তার অবৈধভাবে নেওয়া চাকরির উত্তোলন কৃত বেতন অবিলম্বে রাষ্ট্রে ফেরৎ দিতে হবে।
Leave a Reply